প্রকাশ্য হাটে সিভিক ভলেন্টিয়ার্স কে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ার্স এর নাম অঙ্গত মাহাতো, বয়স(৩০) তার বাড়ী ঝালদা থানার তুলিন এলাকার কেন্দুয়াডি গ্রামে। বুধবার বিকেল বেলায় হাটে সব্জি কিনতে যায় অঙ্গত। সব্জি দোকানে সে বসে সব্জি কিনছিলো সেই সময় আততায়ী মুখে গামছা বেঁধে পেছন থেকে কুড়ুল নিয়ে তার মাথার আঘাত করে। ঘটনাস্থলে থাকা মানুষজন তাকে ধরতে গেলে ভিড়ের মধ্যে মিশে পালাতে সক্ষম হয় আততায়ী। ঘটনাস্থলে আতংক ছড়ায়। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে অঙ্গত মাহাতো মাটিতে লুটিয়ে পড়ে। নিজেই মাথাতে আটকে থাকা কুরোলটি বের করার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।সঙ্গে সন্তাকে তুলিন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকা জনক হাওয়ায় প্রথমে তাকে ঝাড়খণ্ডের মুরির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে থেকে রাঁচির মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকাল 11 টায় সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।