Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফল।

পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফল। প্রথম স্থান দখল করে নিয়েছে দুই জন। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল।

Exit mobile version