পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফল। প্রথম স্থান দখল করে নিয়েছে দুই জন। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল। 












