Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

পৌর নির্বাচনের আগে শহরে রুটমার্চ পুলিশের।

আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভারো নির্বাচন তাই ভোটারদের নির্বিঘ্ন ভাবে ভোট দেওয়ার আবেদন করে রঘুনাথপুর শহরে রুটমার্চ করল রঘুনাথপুর থানার পুলিশ।রবিবার রঘুনাথপুর পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে এসআই মুকুল কর্মকার নেতৃত্বে পুরুষ ও মহিলা পুলিশদের সঙ্গে নিয়ে শহর পরিক্রমা করে পুলিশ। এদিন ভোটারদের আশ্বস্ত করতে দেখা গেল রুটমার্চে থাকা পুলিশ আধিকারিকদের, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদনেও জানাল পুলিশ।

Exit mobile version