বাঘমুন্ডি :- পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনের পথে সুইসা অঞ্চল সিপিআইএম পর্টি। বুধবার সুইসা নেতাজী সুভাষ মার্কেটে পথ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করেন।একই ইস্যুতে ঝালদা বিরসা মরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ঝালদার ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির নেতৃত্ব। এদিন আন্দোলনকারীরা দাবি করেন ,যেভাবে লাগাতার পেট্রোপণ্যের পাশাপাশি জ্বালানি গ্যাসের ও জরুরী জিনিসপত্রের মূল্যের বৃদ্ধি হচ্ছে আমজনতা সমস্যায় পড়েছেন ।তাই অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি আন্দোলনকারীরা দাবি করেন রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে ভেকসিন প্রদান করতে হবে। ভ্যাকসিনে দলবাজি বন্ধ করতে হবে’।