Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

পু্রুলিয়ার রবীন্দ্রভবনে অনুষ্টিত হল প:ব: ধান্য ব্যবসায়ী সমিতির ৫ম রাজ‍্য প্রতিনিধি সম্মেলন

ভিডিও দেখতে ক্লিক করুন

খবর আনন্দ-ফড়ে বা দালাল হিসাবে নয়- প্রকৃত ব‍্যবসায়ী হিসাবে স্বীকৃতি র দাবি জানিয়ে আজ পু্রুলিয়ার রবীন্দ্রভবনে অনুষ্টিত হল প:ব: ধান্য ব্যবসায়ী সমিতির ৫ম রাজ‍্য প্রতিনিধি সম্মেলন। সারা রাজ্য থেকে 1400প্রতিনিধি যোগ দিয়েছিলেন। রাজ্য সরকারের সহায়ক মূল্যে ধান কেনার উদ্যোগকে স্বাগত জানালেও নিজেদের স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন প্রতিনিধিরা ।ধানের সহায়ক মূল্য 2550 টাকা করা, চাষীদের ডিজেল ও ইলেকট্রিকে ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়।

Exit mobile version