এবার পুরুলিয়াতে ও দেখা মিলল চিতাবাঘ,
এই খবরে একদিকে খুশি যেমন পর্যটকরা অন্যদিকে আতঙ্কে রয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। বন দপ্তরের বসানো ট্রাপ ক্যামেরা ধরা পরল চিতা বাঘের ছবি। পুরুলিয়া ঝারখান্ড সীমানার কোটশিলা বনাঞ্চলের সিমনিজাবর জঙ্গলে এরকম চিত্র ধরা পড়েছে। 2015 সালের কুড়ি জুন কোটশিলা বনাঞ্চলের টাটুয়ারা গ্রামে চিতাবাঘ প্রবেশ করলে তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তাই আগে থেকে সতর্ক ছিল বন দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা। বেশ কয়েক মাস ধরে এই এলাকা থেকে হঠাৎ করে হারিয়ে যাচ্ছিল গবাদি পশু। সন্দেহ শুরু হয় বনবিভাগের আধিকারিক থেকে কর্মীদের মধ্যে। কয়েকদিন আগে গভীর জঙ্গলে একটি গবাদিপশুর মৃতদেহ দেখতে পেরে অনেকটা সন্দেহ টিকে নিশ্চিত হয়ে পড়ে বন বিভাগের আধিকারিক ও কর্মীরা। এরপর এই জঙ্গলে লাগানো হয় ট্রাম্প ক্যামেরা ‌। পুরুলিয়া বন বিভাগের ডিএফও দেবাশীষ শর্মা জানান 22 শে ফেব্রুয়ারি এই ক্যামেরাতে চিতাবাঘের ছবি ধরা পড়ে। এরপর থেকে সতর্ক করা হয় গ্রামবাসীদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে চিতাবাঘের গতিবিধির উপর নজর রাখার জন্য একাধিক ক্যামেরা বসানো হচ্ছে জঙ্গলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here