পুরুলিয়া (রঘুনাথপুর) ; সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের বিশেষ আলোচনা সভা। রবিবার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় রঘুনাথপুর মহাকুমার কাশিপুর , পাড়া রঘুনাথপুর-১,রঘুনাথপুর-২, সাতুরি, নিতুরিয়া ব্লকের ভি আর পি দের একটি বিশেষ আলোচনা সভা। এই সভায় উপস্থিত হন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক সহ শতাধিক VRP কর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী সহ একাধিক নেতা ও কর্মীরা। এদিন সংগঠনের পক্ষ থেকে বকেয়া 5 মাসের পারিশ্রমিক সহ একাধিক দাবির কথা জানালেন হাজারী বাউরী কে তবে হাজারী বাউরি আশ্বাস দিয়েছেন দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে।