Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

পুরুলিয়ায় সেঞ্চুরি করল পেট্রোল

পুরুলিয়া : বিধানসভা নির্বাচনের পর থেকেই লাগাতার বেড়ে চলেছে পেট্রোপন্যের দাম। চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। রাজ্যেও সেঞ্চুরি পার করলো পেট্রোলের দাম। পুরুলিয়া জেলার পেট্রোল পাম্প গুলিতেও বাদ গেলো না দাম বাড়তে। রাজ্যের পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে বাঘমুন্ডি এবং সাঁওতালডি থেকে বান্দোয়ান পেট্রোলের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল মানুষ।। রবিবার সেখানে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরোলো।

Exit mobile version