বন্ধু দের সঙ্গে জন্মদিনের পার্টি পালন করতে গিয়ে জলে তলিয়ে গেলো এক CISF জওয়ান নাম সুমন মুখার্জী বাড়ী পুরুলিয়া শহরের হুচুক পাড়া এলাকায় l
মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের সাহেব বাঁধে l
ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নিখোঁজ জওয়ানকে উদ্ধার করতে ঘটনা স্থলে সদর থানার পুলিশএসে পৌঁছায় l স্থানীয় সূত্রে জানা যায় গত কাল দুই বন্ধুর সাথে একটি বন্ধুর জন্মদিন পালন করতে বাড়ি থেকে বেরিয়ে ছিলো। রাতে বাড়ি না ফিরলেও সকালে বাঁধে তলিয়ে যাওয়ার খবর আসে।বাকি দুই বন্ধুকে আটক করেছে সদর থানার পুলিশ l সম্ভবত সাহেব বাঁধ এ তিন বন্ধু মিলে পার্টি করছিলেন বলে প্রাথমিক অনুমানl এরপরে জলে নামে ওই জওয়ান তারপরই এই মর্মান্তিক দুর্ঘটনটি ঘটেl