পুরুলিয়া জেলার প্রথমে জয়পুর ব্লকে মাটির সৃষ্টি সাইট ঘুরে দেখেন জেলা শাসক রাহুল মজুমদার। এর পর ওই ব্লকের করণা টিকা কেন্দ্রে যান তিনি।রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে benvax পর্টাল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা দান চলছে।এরপর যান BPHC । এখানে পরিদর্শন করে পরিকাঠামো গত উন্নয়ন ও সামগ্রিক উন্নতি তে যা যা করণীয় তার নির্দেশ দেন জেলা শাসক।
এরপর তিনি জানান জেলার ঝালদা ব্লক ২ এ।একই ভাবে মাটির সৃষ্টি সাইট ঘুরে দেখা হয়।এখানে chitmu গ্রাম পঞ্চায়েত এর pogro ড্যাম এর পাশে মাটির সৃষ্টি সাইট এ বৈঠক করেন।স্থানীয় মানুষদের সাথে কথা বলেন তিনি।এরপর টিকা দান কেন্দ্র ও স্থানীয় BPHC পরিদর্শন করেন।