তৃণমূল কে দুরমুশ করতে এসেছি l তৃণমূল বলে কিছু নেই, কিছু তোলাবাজ তৃণমূল টিকে আছেl বুধবার বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হয়ে পুরুলিয়া প্রথম জেলা সফরে এসে এভাবে তৃণমূল কে আক্রমন করলেন বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ l একই সঙ্গে তিনি বলেন 2021সে দুইশোর বেশি সিট্ নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি l
এদিন দুপর একটায় পুরুলিয়া দুলমি বিজেপি র লোকসভা কার্যালয়ে জেলা নতুন যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিনহা কে যুব কাজ ভার তুলে দেওয়া হয় l একই সঙ্গে জেলা বিজেপির নেতৃত্ব সঙ্গে একটি বৈঠক সরেন l এদিন বিজেপির নবান্ন অভিযানে যুব দের সংগঠিত করতে পুরুলিয়া বিজেপি লোকসভা কার্যালয় চত্তরে একটি ছট্ট সভা করেনl











