পুরুলিয়া : পুরুলিয়া জেলা তথা রঘুনাথপুরের ঐতিহ্য জয়চন্ডী পাহাড়। এই পাহাড়ের কোলে 40 ফুটের জাতীয় পতাকা উত্তোলন করে নজির গড়লেন স্থানীয় হেল্প ক্লাব। এদিন এই পতাকা উত্তোলন করেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শিবনাথ কর্মকার সহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।