পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার ডাকে ,১) কর্পোরেট লুন্ঠনের দলিল কৃষক বাণিজ্য অর্ডিন্যান্স বাতিল করা।২) মোট উৎপাদনের খরচের গ্রামে গ্রামে গ্রামে ক্যাম্প করে সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান, পাঠ সহ অন্যান্য ফসল কিনতে হবে ৩) সমস্ত কৃষকের সবধরনের কৃষি ঋণ মুকুব করতে হবে ৪) খেতমজুর সহ সব গরিবদের রেগা বছরে 200 দিন কাজ ও দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে ৫) কৃষিকাজ কে রেগা প্রকল্পের আওতায় আনতে হবে এরূপ ৮ দফা দাবি নিয়ে আজ কাশিপুর ব্লকের তালাজুড়িতে মিছিল করে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাতে উপস্হিত ছিলেন সারা ভারত কৃষকসভার জেলা সম্পাদক কাশীনাথ ব্যানার্জী,এছাড়াও উপস্হিত ছিলেন কৃষকনেতা শিতল সরকার,পরিমল মন্ডল,গণেশ মাহাতো ও প্রাক্তন বিধায়ক সুরেন্দ্রনাথ মাঝী।
Home পুরুলিয়া জেলা কাশিপুর পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার ডাকে আজ কাশিপুর ব্লকের তালাজুড়িতে মিছিল করে বিক্ষোভ সভা...