পুরুলিয়া : পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত নীলডি পঞ্চায়েত কার্যালয় এ নীলডি পঞ্চায়েতের প্রধান এর হাতে বিভিন্ন দাবি-দাওয়া সহ দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিল নীলডি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি স্বপন মেহেতা, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা লিপিকা বন্দোপাধ্যায় সহ পঞ্চায়েতের সদস্য ও কর্মীবৃন্দ। এদিন এই স্মারকলিপি প্রদান কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রঘুনাথপুর থানার পুলিশ।