Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

নিতুড়িয়া,ভিআরপিদের নিয়ে আয়োজিত হল একটি বিশেষ ওয়ার্কশপ।

আজ নেতুড়িয়া পঞ্চায়েত সমিতি ও ব্লকের তরফ থেকে সমস্ত ভিআরপিদের সাথে নিয়ে আয়োজিত হল একটি বিশেষ ওয়ার্কশপ। করোনা পরিস্থিতিতে সামাজিক আচরণবিধির পরিবর্তনশীলতার সাথে সাথে ডেঙ্গু, ম্যালেরিয়া জাতীয় পতঙ্গ বাহিত সংক্রমণ নিয়ে সচেতনতার প্রসার ছিল এই ওয়ার্কশপের মূল বিষয়বস্তু। পাশাপাশি এদিন সমস্ত ভিআরপিদের বিতরণ করা হয় স্পেশাল প্রটেকটিভ কিট। উপস্থিত ছিলেন নেতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষগণ।

Exit mobile version