নিজের সাড়ে তিন বছরের ছেলেকে ডেমের জলে ফেলে খুন করার অভিযোগে গ্রেফতার বাবা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আরশা থানার বালিয়া গ্রামে। ধৃত বাবার নাম বিদ্যাধর মাহাতো। পুলিশ সূত্রে জানা যায় পেশায় দিনমজুর বিদ্যাধর মাহাতো হামেশাই স্ত্রী তুষ্ট মাহাতোর ও বাড়ীর লোকজনের সাথে প্রায় অশান্তি করতো বলে অভিযোগ। গত ১৮ তারিখ রাত্রি সাড়ে দশটায় বাড়ী থেকে নিজের ছেলে (সমীর মাহাতো বয়স সাড়ে তিন বছর) কে নিয়ে চলে যায়। বিদ্যাধর মাহাতো। বাড়ীর লোকজন সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করলে বিদ্যাধরকে পাওয়া গেলেও ছেলে সমীরকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিদ্যাধর স্বীকার করে যে ছেলেকে ডেমের জলে ফেলে দিয়েছে। ১৯ তারিখ শুক্রবার রাতে ডেমের জল থেকে সমীরের দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সিরকাবাদ ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সমীরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার দেহের মায়না তদন্তে হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। ছেলেকে খুন করার অভিযোগে বাবা বিদ্যাধরকে গ্রেফতার করেছে আরশা থানার পুলিশ। আজ তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অভিযুক্তর বাবা হরেন চন্দ্র মাহাতো বলেন ছেলে বিদ্যাধর বাড়ীতে প্রায় অত্যাচার করতো আমি ছেলের মুখ দেখতে চাইনা ছেলের যেনো শাস্তি হয়।