ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বুধবার রঘুনাথপুর শহর লাগোয়া জারকা জোড়ের পাশে একটি জাম গাছ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ । সকাল ন’টা নাগাদ সেই মৃতদেহটি উদ্ধার করে রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম গুণধর বাউরী। বয়স ৩৭। তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত মহাতোড়ডি গ্রামে। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার উদ্ধার হয় তার ঝুলন্ত মৃত দেহ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন তাদের সাথে কোনো অশান্তি বা ঝামেলা হয়নি। ঘটনাটি খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।