ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। বিভিন্ন বিধিনিষেধের মধ্যে সোমবার থেকে পর্যটন কেন্দ্র গুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । এরপরে পর্যটকশূন্য ছবি ধরা পড়ল পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চন্ডী পাহাড়ে । 24 ঘন্টা আগেও যেখানে থিক থিক করছিল পর্যটকদের ভিড় সরকারি নির্দেশিকার পরেই শুনশান জয়চন্ডী পাহাড় পর্যটন কেন্দ্র । ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা আসার পর জয়চন্ডী পাহাড়ে রিসোর্ট পথেরসাথী, যুব আবাস থেকে বাড়ি ফিরছেন পর্যটকেরা। তাই মন খারাপ পর্যটকদের । কেউ বলছেন আর কয়েকদিন পুরুলিয়ার বিভিন্ন পর্যটনস্থল গুলি ঘুরার ইচ্ছে ছিল কিন্তু সরকারি বিধি নিষেধ লাঘু হওয়ায় আজ বাড়ি ফিরে যাচ্ছি । কেউ আবার পরিবারের সঙ্গে এসেছিলেন পর্যটন কেন্দ্র গুলি ঘুরতে এবং ছোট্ট ছেলের জন্মদিন পালন করতে তবে সরকারি বিধি নিষেধ থাকায় আজ তারা বাড়ি ফিরে যাচ্ছেন। রিসোর্ট ব্যবসায়ী দের দাবি গত কয়েক বছর কোভিড বিধি থাকায় তারা আর্থিকভাবে সমস্যায় পড়েছিলেন । এই বছর পর্যটকদের ভালো সারা পেয়েছিলেন তবে ইতিমধ্যে সরকারি বিধি নিষেধ লাগু হাওয়া পুনরায় আর্থিক সমস্যার মুখে পড়তে চলেছেন তারা।