পাড়া-নদীতে চান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বৃহস্পতিবার পাড়া থানার জবড়রা গ্রামের হাড়াই নদীর উপর নির্মিত চেক ড্যাম্পে স্নান করতে গিয়ে তলিয়ে যায় হরিহরপুর গ্রামের যুবক আব্দুল রহিম মণ্ডল (২৫ )।
শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে থেকে দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। পুলিশ সূত্রে খবর ওই যুবক প্রতিদিনের মত বৃহস্পতিবার নদীতে স্নান করতে এসেছিল। টানা দু’দিনের নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে প্রচুর জল থাকায় নদীতে তলিয়ে যায় ওই যুবক। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছায় পাড়া থানার পুলিশ ।গ্রামবাসী ও পুলিশ প্রাথমিকভাবে উদ্ধার কাজ আরম্ভ করে। এরপর রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগাই। যদিও টানা বৃষ্টির জেরে নদীতে অত্যাধিক জল ও তীব্র জলোস্রোত থাকায় সন্ধ্যা নামতেই উদ্ধার কাজ বন্ধ করে দেয় বিপর্যয় মোকাবিলা দল। শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজে হাত লাগাই বিপর্যয় মোকাবিলার দল। পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। যুবকের মৃত্যুর খবর পেয়ে হরিয়ার পুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ।