Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

ধর্মঘটের সমর্থনে ডেকোরেটার্স সমন্বয় সমিতির অবস্থান।

পুরুলিয়া : কোভিড পর্বে লকডাউন এর জেরে ছোট ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে মার খেয়েছে। কার্যত লাটে উঠেছে ব্যবসা। কর্মচারীদের বেতন দিতে এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী মালিকরা। ডেকোরেটর ব্যবসা একেবারে ভয়ংকরভাবে খারাপ। কিভাবে ব্যবসা চালাবেন তা বুঝে উঠতে পারছেন না ।পশ্চিমবঙ্গ ডেকোরেটার্স সমন্বয় সমিতির আহবানে 6 দফা দাবিতে সোমবার ধর্মঘটের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করল পুরুলিয়া রঘুনাথপুর প্যান্ডেল, লাইট, সাউন্ড অফ ফ্লাওয়ার্স ডেকোরেটর সমন্বয় সমিতি। তাদের দাবি তাদের জীবন-জীবিকা ও শিল্প বাজাতে এগিয়ে আসতে হবে সরকারকে। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা।

Exit mobile version