Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

দেশের বিভিন্ন জায়গার সাথে সাথে পুরুলিয়া জেলার মানুষ প্রত‍্যক্ষ করল এক মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ

আজ 26 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8:25 টা থেকে 11:25 পর্যন্ত দেশের বিভিন্ন জায়গার সাথে সাথে পুরুলিয়া জেলার মানুষ প্রত‍্যক্ষ করল এক মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ। উপযুক্ত সানফিল্টার দিয়ে কুসংস্কার মূক্ত মন নিয়ে এই সূর্যগ্রহণ দেখার জন্য ব্রেকথ্রু সাইন্স সোসাইটির উদ্যোগে একটি সান ফিল্টার তৈরি করা হয়। যা দিয়ে এই গ্রহন জেলার পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল, রঘুনাথপুর, বান্দোয়ান, কেন্দা, জয়পুর ,আড়ষা সহ বিভিন্ন ব্লকে পর্যবেক্ষণ শিবির খোলা হয়। এই শিবির গুলিতে মোট প্রায় এক হাজারের বেশি ছাত্র, শিক্ষক, অভিভাবক অংশ নেয়। যদিও আকাশ মেঘলা থাকায় মাঝে মাঝে দেখা যায়। সূর্য গ্রহণ নিয়ে মানুষের মধ্যে নানা যে কুসংস্কার রয়েছে তা হাতে কলমে ভাঙার জন্য গ্রহণ চলাকালিন বহু মানুষ কে নানান খাবার খাওয়ানো হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখার সম্পাদক তথা শিক্ষক রঞ্জিত জানা জানান এটি একটি বিরল মহাজাগতিক ঘটনা। এই ঘটনা প্রত‍্যক্ষ করে উপভোগ করা দরকার।

Exit mobile version