পুরুলিয়া : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪ আহত ১ ।
শুক্রবার দুপুর বারোটা নাগাদ পুরুলিয়া জেলার কাশিপুর থানা অন্তর্গত কাশিপুর বাঁকুড়া সড়কের বিশ্ হরিতলা মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জয়দীব গোস্বামী জানান এদিন দ্রুতগতিতে আসা দুটি মোটর সাইকেল একটিতে তিনজন ও অপরটিতে দুইজন চালক ও আরোহী ছিলেন। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এরপর গুরুতর আহত ৫ জনকে কাশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত ১ ব্যক্তিকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ, দেহ গুলি কে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের দাবি কারো মাথায় হেলমেট না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here