Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

দুই আদিবাসী কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার।

মানবাজার দু’নম্বর ব্লকের অন্তর্গত বোরো থানার রতিয়াকোচা গ্রামের জঙ্গলে বৃহস্পতিবার একটি গাছের ডালে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় বোরো থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায়, মৃত দুই কিশোরীর নাম অম্বিকা মুর্মু(16) ও সুরজমুনি মুর্মু (16)। দুইজনারই বাড়ি রতিয়াকোচা গ্রামে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল। আদিবাসী দুই মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে বরো থানার পুলিশ।

Exit mobile version