পুরুলিয়া : গভীর রাতে পারিবারিক অশান্তির জেরে দাদার হাতে খুন হল ভাই। ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানার প্রতাপপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্যামলাল মুর্মু (৩১)। শুক্রবার রাতে দাদা ছোটলাল মুর্মুর সাথে পারিবারিক বচসা বাঁধে। অভিযোগ সেই সময় দাদা ছোটলালের লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ভাই শ্যামলাল। পরিবারের সদস্যরা তাকে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ছোটলাল কে গ্রেফতার করে। পুলিশের দাবি, ঘটনার কথা স্বীকার করেছে ছোটলাল। তাকে শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মৃতের দেহ এদিনই ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের স্ত্রী অলকা মুর্মু দোষীর শাস্তির দাবি করেছেন।