শনিবার দুপুরে পুরুলিয়া জেলা পরিষদের 37 নম্বর আসন থেকে জেতা বিজেপির সদস্য ও বিরোধী দল নেতা অজিত বাউরী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এরই পাশাপাশি বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য মানিকচাঁদ বাউরী তৃণমূলে যোগদান করেন। এদিন মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপরে সন্ধ্যায় রঘুনাথপুর থানার অন্তর্গত সাকা বিজেপি কার্যালয়ের সামনে দলতেগীদের লোভী, গাদ্দার ও সুবিধাবাদী আখ্যা দিয়ে তাদের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে এবং কুশপুত্তলিকা দাহ করে ও মিষ্টি বিতরণ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও কর্মীরা। বিজেপির মন্ডল সভাপতি সন্টু তেওয়ারির দাবি দল অজিতবাবু কে যোগ্য সম্মান দিয়েছিল। কিন্তু তিনি নিজের স্বার্থসিদ্ধি লাভ করার জন্য দলের সঙ্গে গাদ্দারি করেছেন। উনার যাওয়াতে আপদ বিদায় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here