Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।
তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 685 তৃণমূল নেতা ও কর্মীরা বিজেপি তে যোগদান করলেন। শনিবার আড়ষা ব্লকে ভারতীয় জনতা ওবিসি মোর্চার জেলা কার্যকারিণি সভায় আয়োজিত হয়। আর এই সভাতে আড়ষা পঞ্চায়েত সমিতির এক তৃণমুল পঞ্চায়েত সদস্যা, আড়ষা অন্চলের প্রাক্তন প্রধান, সহ শতাধিক তৃণমূল কর্মী পাশাপাশি কংগ্রেস থেকে শতাধিক কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দলের একে অপরের ঘর ভাঙ্গা ভাঙ্গি নিয়ে জমজমাট জেলা রাজনীতি।

Exit mobile version