রঘুনাথপুর বিধানসভায় শক্তি বৃদ্ধি বিজেপির
বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত শাকা গ্রামে চা চক্রে যোগ দেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। বিদ্যাসাগর বাবু জানান জনসংযোগ এবং সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্যই এই কর্মসূচি। এর পাশাপাশি এদিন রঘুনাথপুর 1 নম্বর ব্লকের শাকা, চোর পাহাড়ি ও আরড়া অঞ্চলের ৩৩ টি তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিন এনাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা প্রমুখ।