Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

তৃণমূলের সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অজিত বাউরী।

রঘুনাথপুর : তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য জেলা পরিষদ বিরোধীদলের নেতা অজিত বাউরীর। রবিবার রঘুনাথপুর শহরের তৃণমূলের একটি দলীয় কার্যালয় এ সম্বর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন বর্তমান বিজেপি তে কোন নীতি আদর্শ নেই তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হওয়ার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন অজিত বাউরী কে সম্বর্ধনা জানান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী,প্রদীপ মাঝি সহ ব্লক অঞ্চলের একাধিক নেতা ও কর্মীরা। প্রসঙ্গত তৃণমূলে যোগ দেওয়ার পর তার কুশপুত্তলিকা দাহ করে তাকে গাদ্দার স্বার্থপর লোভী আখ্যা দিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা।

Exit mobile version