কোভিড-19 এর সংক্রমণ ঠেকাতে দীর্ঘায়িত লকডাউন, তার ওপর বিধ্বংসী ঘূর্ণিঝড় আমপান দুইয়ে মিলে পুরোপুরি বিপর্যস্ত জনজীবন। পশ্চিমবঙ্গের গ্রামগুলির অবস্থাও অত‍্যন্ত শোচনীয়। দিন আনি দিন খাই মানুষের কাজ নেই, নেই ঘরে খাবারও। লকডাউন শুরু হওয়ার পর থেকেই পুরুলিয়ার প্রত‍্যন্ত গ্রাম তুলসীবাড়ি, চিতারমা, গোবরান্ডা বা রুকনি গ্রামে নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যসামগ্রী নিয়ে পৌঁছেছিল সুচন্দ্রা ভানিয়ার নেতৃত্বে টিম Just Studio।

তুলসীবাড়ি গ্রামের দরিদ্র, দুঃস্থ, অসহায় মানুষদের জীবন প্রবল ভাবে ক্ষতিগ্রস্থ। একে কাজ নেই, তার ওপর ঘূর্ণিঝড়ে দুর্দশা বেড়েছে এই পরিস্থিতিতে মঙ্গলবার তুলসীবাড়ি গ্রামে মাস্ক, প্রয়োজনীয় ওষুধ এবং বাসিন্দাদের জন‍্য মশারি
বিতরণ করলেন টিম Just Studio। আসন্ন বর্ষাকালে মশার উপদ্রব থেকে বাঁচতে গ্রামবাসীদের মধ‍্যে বিতরন করা হলো মশারি।