পুরুলিয়া-টানা বৃষ্টির জেরে পুরুলিয়া জেলার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন, পড়েছে বেশ কয়েকটি মাটির বাড়িও, বেশ কিছু জায়গায় রাস্তার উপরে পড়েছে গাছ। বুধবার ভোর রাত থেকে টানা বৃষ্টির জেরে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ব্লক একের লিনিয়াসেল এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষ । রেল শহর আদ্রার মূল বাজারে রাস্তায় জল জমায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কাশিপুর ব্লকের রোগোরী গ্রামে মাটির বাড়ি ভেঙে পড়ায় নষ্ট হয়েছে দুটি মোটর বাইক। এছাড়াও পুরুলিয়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টির কারণে।জেলার বেশ কয়েকটি রাস্তার উপরে গাছ পড়ে যাওয়ায় কিছু দেরির জন্য যাতায়াতের সমস্যায় পড়েন মানুষ। টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার জেলার সমস্ত ব্লকে কম বেশি প্রভাব দেখা দিয়েছে ভেঙে পড়েছে মাটির বাড়ি। যদিও পৌর প্রশাসক থেকে জেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।