রবিবার জয়পুর বিধানসভার বেলডি অঞ্চলে “গরিব কল্যাণ যোজনায়” পুরুলিয়া জেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো সহ তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই সভায়
বেলডি অঞ্চলের ভুড়সা ও তুম্বা-ঝালদার 70 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শান্তিরাম মাহাতো।
Home পুরুলিয়া জেলা জয়পুর জয়পুর বিধানসভার বেলডি অঞ্চলে “গরিব কল্যাণ যোজনায়” পুরুলিয়া জেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে...