পুরুলিয়া (নিতুরিয়া) : পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর আক্রান্ত 30 জন হাসপাতালে চিকিৎসাধীন 13।পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের দীঘা অঞ্চলের নবগ্রাম গ্রামের উপর পাড়ার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় গ্রামের বছর ছয়ের অসুস্থ আয়ুস থানেদারের মৃত্যু হয়েছে হরমাডি্ড গ্রামীণ হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন বেশ কয়েক দিন ধরে গ্রামের শিশু ও বয়স্কদের মধ্যে পেটে ব্যথা, বমি ও পায়খানার উপসর্গ দেখা দিয়েছে এর মধ্যে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন হারমাড্ডি গ্রামীণ হাসপাতাল এবং রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্লক সাস্থ আধিকারিক ডাক্তার সুভাষ চন্দ্র মাহাতো প্রাথমিক অনুমান গ্রামের একটি টিউবলের জল খেয়ে গ্রামের শিশু ও বয়স্কদের মধ্যে পেটের রোগের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নলকূপটিকে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের স্বাস্থ্যকর্মী দের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। পাশাপাশি জল ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তবে তিনি জানান মৃত শিশুর পেট ব্যথার পাশাপাশি তার শরীরে হিমোগ্লোবিন খুবই কম ছিল।। স্থানীয় পঞ্চায়েত সদস্যা প্রতিমা খাওয়াস জানান বিকল্প টিউবল খননের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার ভূমি পুজো আয়োজিত হল আজ।