পুরুলিয়া : ধানবাদ জেলা কেন্দুয়াডি থানা এলাকা থেকে চুরি যাওয়া ডাম্পার উদ্ধার করল পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার পুলিশ সঙ্গে দুইজন ব্যক্তি কে আটক করেছে পুলিশ নাম শেখ সম্রাট বাড়ি নিতুরিয়া থানার অন্তর্গত নিমডাঙ্গা এলাকায় এবং শেখ তাহামমূল বাড়ি নিতুরিয়া থানার অন্তর্গত নামো দীঘা গ্রামে।