পুরুলিয়া : চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে রঘুনাথপুর থানা অন্তর্গত বৃন্দাবনপুর এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মীর কাছ থেকে প্রায় 30 হাজার টাকার বেশি ছিনতাই করেন এই তিন দুষ্কৃতী বলে দাবি পুলিশের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রঘুনাথপুর থানার পুলিশ। এর পরেই এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি যেরায় তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে।