রঘুনাথপুর মহকুমার অন্তর্গত এক ব্যক্তি, করোনাভাইরাস পজেটিভ।
পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি ওই ব্যক্তি মহারাষ্ট্র থেকে পুরুলিয়া জেলায় আসেন।
তিনি এই মাসের ১৯ তারিখে মহারাষ্ট্র থেকে ফিরে পুরুলিয়ায় পা রাখেন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাকে তার গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারানটাইন করা হয়েছিল। পুরুলিয়ার মনোনীত কোভিড হাসপাতাল দুর্গাপুরের সানাকা হাসপাতালে আইসোলেশন এ রাখা হয়েছে তাকে। ওই শ্রমিকের সংস্পর্শে থাকা সকলকেই শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে সূত্রের খবর। প্রসঙ্গত, ইতিমধ্যেই পুরুলিয়ার পৌঁছেছেন দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ৩৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন জেলাবাসী।
Home খবর আনন্দ স্পেশাল গ্রিনজোন পুরুলিয়ায় রঘুনাথপুর মহকুমায় করোনার থাবা, প্রথম আক্রান্ত মহারাষ্ট্র ফেরত শ্রমিক