Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

গর্ভবতী গৃহবধূকে খুন করার দায়ে স্বামী ও শাশুড়ি কে কারাদণ্ড সাজা দিলো পুরুলিয়া আদালত।

বিয়ের ৯ মাসের মধ্যে গর্ভবতী গৃহবধূকে খুন করার দায়ে দু জনকে সাজা দিলো পুরুলিয়া জেলা আদালত।
আর্শা থানার বির্চালি গ্রামের ২৪ বছরের মেনকা মাহাতোর সাথে পুঞ্চা থানার দামুদোর পুর গ্রামের পেশায় দিনমজুর উত্তম মাহাতোর সাথে২০১৩ সালের ১৯ জুলাই বিয়ে হয়। বিয়ের পর থেকেই পনের দাবী করতে থাকে শ্বশুরবাড়ির লোকজন সঙ্গে মানসিক ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। মেনকার বাপের বাড়ীর লোকজন জানতে পরে ৩০/০৩/১৪ তারিখ থেকে মেনকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজখবর শুরু হলে গ৩১/০৩/১৪ তারিখে সকাল ১১টার সময় গ্রামের প্রাইমারী স্কুলের পেছনে বড়বাঁধ এর পাশে একটি কুয়ো থেকে অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুঞ্চা থানার পুলিশ। মেনকার মৃত্যুর সময় ৭ মাসের গর্ভবতী ছিলো। সেই ঘটনায় জামাই উত্তম মাহাতো, শ্বাশুড়ি কল্যাণী মাহাতো, ও শ্বশুড় সন্তোষ মাহাতোর বিরুদ্ধে পনের দাবিতে গৃহবধূকে খুন ও দেহ লোপাট করার  মামলা করা হয়। সেই মামলায় আজ পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা জজ, প্রথম কোর্ট পুরুলিয়া, তাদের ৪৯৮এ/৩০৪বি ধারায় দোষী সাব্যস্ত করেন। জামাই উত্তম মাহাতোকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, শ্বাশুড়ি কল্যাণী মাহাতোকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। বিচার চলাকালীন শ্বশুড় সন্তোষ মাহাতোর মৃত্যু হয়।
বাইট ১ বংশীবদন মাহাতো/মৃতা মেনকার মামা।
বাইট ২ রবি শংকর ত্রিপাঠী/সরকারী আইনজীবী, পুরুলিয়া জেলা আদালত।

Exit mobile version