Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

গনেশ পুজো উপলক্ষ্যে কবি- সাহিত্যিক ও সাংবাদিকদের সংবর্ধনা ।

নিতুড়িয়া : নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া গনেশ পুজো উপলক্ষ্যে কবি- সাহিত্যিক ও সাংবাদিকদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আসানসোল সহ ঝাড়খন্ড রাজ্যের কবি, সাহিত্যিক ও সাংবাধিকদের সংবর্ধনা দেওয়া হয়।
পুজো কমিটির তরফ থেকে প্রত্যেককে মানপত্র, উত্তরীয়, কলম, ডাইরি দেওয়া হয়। মোট ২০০ জন কবি, সাহিত্যিক ও সাংবাধিক উপস্থিত ছিলেন।
এদিনের অনুষ্ঠানে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী, পুজো কমিটির সম্পাদক শান্তিভূষণ প্রসাদ যাদব প্রমুখ উপস্থিত ছিলেন।
শান্তি বাবু বলেন, এবছর পুজো ২৪ বছরে পড়ল। পুজোকে ঘিরে রয়েছে ব্যপক উৎসাহ।

Exit mobile version