Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

খুঁটি পুজোর আয়োজন করল রঘুনাথপুর মিশনরোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি।

রথযাত্রার পুণ্য তিথিতে খুঁটি পুজোর আয়োজন করল রঘুনাথপুর মিশনরোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শুক্রবার শহরের মিশন রোড এলাকায় হয়েছে ওই খুঁটি পুজো। কমিটির কর্মকর্তারা জানান, এবছর তাঁদের দুর্গাপুজোর ১১ তম বর্ষ। প্রতি বছরের মতো এবছর তাদের মণ্ডপ সজ্জা ও প্রতিমায় থাকবে বিশেষ আকর্ষণ। তাতে ফুটিয়ে তোলা হবে বিশেষ সামাজিক বার্তা। জেলার সেরা থিম পুজোগুলির অন্যতম মিশনরোড সার্বজনীনের এই পুজো। বিগত বছরগুলিতে তারা দুর্গাপুজোর আয়োজনে পেয়েছেন একাধিক সংবর্ধনা।

Exit mobile version