খবর আনন্দ-কৃষক সংগঠন এ আই কে কে এম এস -এর আহ্বানে রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে হাজার হাজার কৃষক আজ নবান্ন ও রাজভবনের অভিমুখে পায়ে পায়ে শুরু করল কিষাণ মার্চ। পুরুলিয়া জেলা র বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক শত কৃষক রঘুনাথপুর শহর ও পুরুলিয়া শহরে মিছিলের মধ্য দিয়ে মার্চের সূচনা করেন এবং মেছেদা হয়ে কলকাতার অভিমুখে রওনা হয়। ফসলের ন্যায্য দাম, কৃষি ঋণ মুকুব, পুরুলিয়া জেলার খরা সমস্যার সমাধান, সস্তা দরে সার-বীজ- বিদ্যুৎ সরবরাহ ও কৃষক-মজুর জীবনের সকল সমস্যা সমাধানের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের বিভাজন সৃষ্টিকারী- নাগরিকত্ব হরণকারী এন আর সি, সি এ এ, এন পি আর প্রতিরোধে এই কিষাণ মার্চ। পুরুলিয়া জেলা থেকে এই কিষাণ মার্চ এ নেতৃত্ব দেন এ আই কে কে এম এস এর জেলা সম্পাদক সীতারাম মাহাত। মার্চের শুরুতে এস ইউ সি আই (সি) রঘুনাথপুর লোকাল কমিটি -র পক্ষ থেকে মার্চে অংশগ্রহণকারিদের পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।