কাশিপুর,শোবিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই প্রার্থীর নাম ও ছবি দিয়ে একাধিক জায়গায় ব্যানার। শনিবার রাতে কাশিপুর বিধানসভা এলাকার আদ্রা থানার পলাশকোলা , কাটা রাঙ্গুনি সহ একাধিক জায়গায় এই ব্যানার দেখা যায়। এই ব্যানার গুলিতে আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে কাশিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিবেক রাঙ্গা কে পদ্মফুল চিহ্নে ভোট দিন লেখা রয়েছে। এই বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা জানান এগুলি তৃণমূল ও পিকের টিমের চক্রান্ত। তিনি আরো জানান তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই তারা এসব করছেন এতে আমাদের সংগঠনের কিছু ক্ষতি হবে না। তৃণমূলের জেলা সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান এই কাজের সঙ্গে তৃণমূল কোনো ভাবে যুক্ত নয় এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিরপ্রকাশ।
Home পুরুলিয়া জেলা আদ্রা কাশিপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিবেক রাঙ্গা, নামে একাধিক জায়গায় ব্যানার পড়ল।