Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

কাশিপুর,বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

আজ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের গৌরবময় দিনে ২৪৪ কাশীপুর বিধানসভার আদ্রা টাউন ও বেকো অঞ্চলের ৬৭ জন যুব কর্মী(তাঁদের পরিবার সহ) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে কাশিপুর বিধানসভার বিধায়ক অফিসে এসে বিধায়ক স্বপন কুমার বেলথোরিয়া হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।

Exit mobile version