Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

করোনা আক্রান্তদের দোরগোড়ায় পৌঁছে গেল প্রশাসন জেলাশাসক রাহুল মজুমদার।

কেমন আছেন এই মহূর্তের আক্রান্ত রা। সে খবর নিতে করোনা আক্রান্তদের দোরগোড়ায় পৌঁছে গেল প্রশাসন।পুরুলিয়া পৌরসভা এলাকা ও ঝালদা পৌরসভা এলাকার আক্রান্তদের বাড়ি গিয়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানেন  জেলা শাসক রাহুল মজুমদার।আক্রান্ত দের পরিবারের লোকেদের কি করণীয় সে বিষয়ে সুপরামর্শ ও দেন তিনি। পৌরসভা কর্মীরা যা যা সহায়তার জন্য প্রস্তুত সে বিষয়ে সকলকে অবগত করেন ।পৌর সভার স্বাস্থ্য কর্মীরা ওই খানে দাঁড়িয়েই সকলের শরীরের অক্সিজেনের মাত্রা মেপে নেন।সকলকে মাস্ক পরার বিষয়ে সচেতন করা হয়। পৌরসভার সঙ্গে বসে পরবর্তী অ্যাকশন প্ল্যান তৈরি কর হয়।প্রভূত পরিমাণে পালস্ অক্সিমিটার এর ব্যবস্থা করা হয়।

Exit mobile version