কাজ হারানো শ্রমিকদের কাজে পুনর্বহাল,
পরিযায়ী শ্রমিকদের কাজ না দেওয়া পর্যন্ত মাসিক ৮০০০ টাকা ভাতা প্রদান, কোয়ারেন্টার সেন্টারগুলির অব্যবস্থা দূর করা, সকল বেকারের কাজ এবং অবিলম্বে সমস্ত শূণ্যপদে নিয়োগ করার দাবিতে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও – এর পুরুলিয়া জেলা শাখার উদ্যোগ আজ রঘুনাথপুর মহকুমা শাসককে শ্মারকলিপি দেওয়া হয়। লাগাতার লকডাউন ও পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে কর্মহীন হয়ে পড়ায় অর্থনৈতিক সংকট চুড়ান্ত ভাবে দেখা দিয়েছে। প্রতি মুহূর্তে অভাব পরিবার গুলিকে তাড়া করে বেড়াচ্ছে। প্রায় শিল্পহীন পুরুলিয়া জেলার অবস্থা আরও সংকটজনক। অল ইন্ডিয়া ডি ওয়াই ও, পুরুলিয়া জেলা কমিটির ইনচার্জ সোমনাথ কৈবর্ত জানান লকডাউন পরবর্তী সময়ে শ্রমিক সহ সাধারণ মানুষের যে ভয়াবহ অবস্থা সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের সংগঠনের পক্ষথেকে দাবি তুলে ধরেছি। তাই এই কর্মসূচি।