পুরুলিয়া (রঘুনাথপুর):করোনাকালে ফের খুলল স্কুল কলেজ স্কুলে আসার উৎসাহ দেখা গেল ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তবে ভিন্ন চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর এম এম হাই স্কুলে। এই বিদ্যালয়ের নবম শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা 32 থাকলেও উপস্থিত মাত্র 9 জন এবং দশম শ্রেণীর মোট 62 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 17 জন ছাত্র ছাত্রীদের উপস্থিতি দেখা গেল স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক আকাশ মুখার্জী জানান স্কুল খোলার আগে অভিভাবকসহ ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার আগ্রহ থাকলেও তাদের উপস্থিতি দেখা গেল না কারণ হিসেবে তিনি জানিয়েছেন হয়তো তারা পরিবারের কাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন বিগত দু বছরে তবে তাদের স্কুলমুখী করার জন্য উদ্যোগ নেওয়া হবে এদিনেই বিদ্যালয় পরিদর্শন করতে আসেন অবর বিদ্যালয় পরিদর্শক আলফার্ড মূর্মু তিনি জানান বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ভালো থাকলেও কয়েকটি স্কুলের পড়ুয়াদের উপস্থিতি কম রয়েছে তবে আশা করি শীঘ্রই তারা স্কুলমুখী হবে। স্কুলের নবম শ্রেণীর ছাত্র রঞ্জিত তন্তুবায় জানান যারা আসেনি তাদের স্কুলে আসার অনুরোধ জানাবো।