আজ ৯আগস্ট, কয়েকবছর ধরে এই দিনটি তে শিক্ষক, অধ্যাপক, গবেষক, বিজ্ঞানী, বিজ্ঞান কর্মী সহ ছাত্র-ছাত্রীরাও শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণাগার থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমেছেন ‘ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স’ কর্মসূচি তে। তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে “ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স কমিটি”। এই বছর আজকের দিনে এইরকম সংকট জনক পরিস্থিতিতে দেশের প্রায় সমস্ত বড়শহরগুলিতে কোথাও পদযাত্রা, কোথাও পোষ্টার প্রদর্শন, কোথায় অনলাইন সেমিনারের মধ্যদিয়ে আজকের দিনটি পালিত হয়। বিজ্ঞান গবেষণায় বরাদ্দ বাড়ানো, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, অপবিজ্ঞানের প্রচার ও প্রসার বন্ধ, কোভিড-19এ আক্রান্তদের ফ্রী চিকিৎসা, কোভিড-19নিয়ে অবৈজ্ঞানিক, হাস‍্যকর চিকিৎসা পদ্ধতি বন্ধ সহ নানান দাবিতে আজকের এই কর্মসূচি। পুরুলিয়া জেলার বিজ্ঞান কর্মীরাও এই কর্মসূচি তে অংশ নেয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখার সদস্যরাও এই কর্মসূচি তে অংশ নেয়। পুরুলিয়া শহরে অবস্থিত জেলা বিজ্ঞান কেন্দ্রের সামনে পোস্ট ার প্রদর্শন করা হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখার সহ সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত জানান -এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে নানান মহল থেকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে অপবিজ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, গবেষণায় অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে। তাই আমরা সারা দেশের বিজ্ঞানীদের আহ্বানে সাড়া দিয়ে পথে নেমেছি।