Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

আসন্ন রামনবমী উপলক্ষে রঘুনাথপুর থানায় বৈঠক।

রঘুনাথপুর:আসন্ন রামনবমী উপলক্ষে রঘুনাথপুর থানায় একটি বৈঠক হলো পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রামনবমী উপলক্ষে যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। ওই সময় কি কি করনীয় এবং আইন-শৃঙ্খলা জনিত কি কি নিয়ম পালন করতে হবে তা রঘুনাথপুর থানা এলাকার কমিটি গুলোকে জানানো হয়, উপস্থিত ছিলেন রঘুনাথপুর রঘুনাথপুর থানা এলাকার মসজিদ কমিটির সদস্যরাও।

বৈঠকে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এস ডি পি ও অবিনাশ ভীমরাও যোধাবর , রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মন্ডল প্রমুখ।

Exit mobile version