শালপাতা সংগ্ৰহ করতে গিয়ে আদিবাসী মহিলাদের হেনাস্থ করার অভিযোগ উঠলো বন দপ্তরের অধিকারিক দের বিরুদ্ধে l ঘটনা প্রতিবাদে পুরুলিয়া নিতুরিয়া গোবাগ মোড়ে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগানা যুয়ান মহল l
অভিযোগ গত কয়েক দিন আগে পুরুলিয়া নিতুরিয়া গোবাগ এর পাহাড়গোড়া এলাকার একটি জঙ্গলে সাল পাতা কুড়োতে যান স্থানীয় কিছু আদিবাসী
মহিলা l অভিযোগ ওই এলাকার কর্মরত বন বিভাগের এক আধিকারিক মহিলাদের আটকে রেখে হেনাস্থ করে l ঘটনা পরে আদিবাসী সম্প্রদায় মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় ll
মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার নিতুরিয়ার গোবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ দেখান ভারত জাকাত মাঝি পারগানা জুয়ান মহল সদস্যরা lএদিন গোটা ঘটনায় অভিযুক্ত দের শাস্তি দাবি জানায় l দাবি না মানা হলে বৃহৎ আন্দোলনের হুমকি দেন তাঁরা l
অন্যদিকে সমস্থ অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগের রেঞ্জার বিবেক ওঝা।