খবর আনন্দ-আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল রঘুনাথপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে রঘুনাথপুর থানা অন্তর্গত শাঁখা রেলগেটের কাছ থেকে এই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যুবকের নাম সোমরাজ নুনিয়া 23। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা অন্তর্গত চিনাকুরি নুনিয়ার বাসিন্দা । পুলিশ তার কাছ থেকে গুলিসহ একটি দেশি বন্দুক উদ্ধার করেছে। বৃহস্পতিবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com