আকাশ ছোঁয়া দ্রব্যমূল‍্যবৃদ্ধি ও স্বাস্থ্য ব‍্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে DM এবং CMOH দপ্তরে এস ইউ সি আই (সি) এর বিক্ষোভ-ডেপুটেশন।

যখন সারা বিশ্বের সাথে আমাদের দেশ, রাজ‍্যের মানুষ করোনা ভাইরাসের আক্রমণে জর্জরিত। আমাদের জেলাও তার ব‍্যতিক্রম নয়। পাশাপাশি আকাশ ছোঁয়া মূল‍্যবৃদ্ধিতে পিছিয়ে পড়া এই জেলার সাধারণ মানুষের জীবন রক্ষা করাটাই দুরূহ হয়ে পড়েছে। এই রকম সংকটজনক পরিস্থিতিতে আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এস ইউ সি আই (সি) এর পুরুলিয়া জেলা কমিটির আহ্বানে –পুরুলিয়া জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির বেহাল অবস্থার পরিবর্তন, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার- নার্স নিয়োগ, বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলি পুনরায় চালু সহ সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন-এর দাবিতে ও করোনা সংক্রমনের অজুহাতে হাসপাতালে স্বাভাবিক পরিষেবা থেকে রোগীদের বঞ্চিত করার বিরুদ্ধে জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকের নিকট এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি রোধ, পরিযায়ী শ্রমিক সহ সকল বেকারের কাজ, মদ নিষিদ্ধ করা সহ পাঁচ দফা দাবিতে ডিএম এর নিকট ডেপুটেশন দেওয়া হয়। পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে শুরু হয় মিছিল। প্লেকার্ড হাতে, স্লোগানে মুখরিত মিছিল শহরের মূল রাস্তা ধরে ডিএম অফিসের সামনে এসে বিক্ষোভ দেখানো হয়, তারপর বাস স্ট্যান্ড দিয়ে স্বাস্থ্য ভবন এর উদ্দেশ্যে মিছিল যায়। এই মিছিলে নেতৃত্ব দেন এসইউসিআই (কমিউনিস্ট)- এর পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর অন‍্যতম সদস্য সুবর্ণ কুমার। এই মিছিল জেলা শহরে ব্যাপক সাড়া ফেলে। বহু পথচলতি মানুষ প্রখর রোদ উপেক্ষা করে বিক্ষোভ সভার বক্তব্য শোনেন। জেলাশাসক এবং সিএমওএইচ দাবিগুলোর যৌক্তিকতা বিচার করে সমাধানের আশ্বাস দেন। এস ইউ সি আই (সি)-এর জেলা নেতৃত্ব জানান দাবি পুরণ না হলে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।